১:২৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার | | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬




হোটেল পেনিনসুলায় ৩দিন ব্যাপী ওয়েকআপ গার্লস’র ঈদ মেলার উদ্বোধন

১৭ মে ২০১৯, ১০:০৮ এএম | জাহিদ


এসএনএন২৪.কম : নগরীর তারকা হোটেল পেনিনসুলায় ৩দিন ব্যা-পী ঈদ মেলার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) ডালিয়া হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।  বণার্ঢ্য এই মেলার আয়োজন করেছেন টিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ’র ডিরেক্টর, ওয়েকআপ গার্লস গ্রুপের এডমিন মোস্তারী মোর্শেদ স্মৃতি। 

রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইলিয়াছ রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ’র ভাইস প্রেসিডেন্ট ডাঃ মুনাল মাহবুব, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ সিরাজুল ইসলাম কমু, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র ম্যানেজার (সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এনগেজম্যান্ট) মোহাম্মদ ওবায়দুর রহমান, বায়ান্ন টিভির ব্যুরো চীফ  সরওয়ার আমিন বাবু, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, পরিচালক সুলতানা নুরজাহান রোজী, উইম্যান চেম্বার পরিচালক রেবেকা নাসরিন, ফেরদৌস ইয়াছমিন, জাহেদা আক্তার মিতা, ডিজাইনার শাহেদা কামাল, ব্যবসায়ী বেলাল হোসেন তানভীর, আবু সাঈদ সেলিম।  সার্বিক দায়িত্ব পালন করেন ওয়েকআপ গালর্স গ্রুপের ডিজাইনার সায়মা সুলতানা ও উদ্যোক্তা রাশেদা বেগম শিমু।  

আয়োজকরা জানান, দেশী বিদেশী ব্যান্ড সহ চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের তৈরি মানসম্মত অর্ধশত স্টল শোভা পাচ্ছে।  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সব শ্রেণীর ক্রেতাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 


keya