৭:৩৬ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার |
| ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫
নকিব ছিদ্দিকী,চট্টগ্রামঃ ২৭ রবিউল আউয়াল মাইজভান্ডার দরবার শরীফে ১৭তম আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী (সঃ) কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউট (ডিরি) এর উদ্যোগে মাইজভান্ডারী দর্শনের মৌলিক সাধন পদ্ধতি 'উছুলে সাব’আ বা আত্মশুদ্ধির সপ্তকর্ম পদ্ধতি’ শীর্ষক এক 'তাসাউফ সংলাপ' অনুষ্ঠিত হয়।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন - আওলাদে রাসূল (সঃ) ও নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরীল মাহমুদ আদ-দাক্কাক, শ্রীলংকার স্বনামধন্য ইসলামিক স্কলার আল্লামা হাফিজ এহসান ইকবাল কাদেরী, দক্ষিণ আফ্রিকার মসজিদ-এ-হাসনাইনের খতিব আল্লামা মুছা রেজা কাদেরী, চবির আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফরউল্লাহ, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আজহারী প্রমুখ। এছাড়া এতে আরো দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, অধ্যাপক, গবেষক, বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুফতি, মুহাদ্দিস, মোফা¯িসর, আলোচকগণ অংশগ্রহণ করেন।
এ সময় তারা মানব জাতির নৈতিক উৎকর্ষ সাধনে উছুলে সাব’আর উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ইহা পরিপূর্ণ অনুশীলনের উদাত্ত আহ্বান জানান।