৪:৩৯ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




প্রধানমন্ত্রী সাংবাদিকদের ভালবাসেন বলে আর্থিক চেক প্রদান করে তাদের সম্মানিত করেছেন

সাংবাদিক কল্যান ট্রাস্টের চেক প্রদান অনুষ্ঠানে ফজলে করিম এমপি

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৮ পিএম |


রাউজান প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে রাউজানের ১৬জন সংবাদকর্মীকে করোনাকালীন আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। 

বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। 

রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনানায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন। 

চেক গ্রহণ করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি  মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবেয়ের, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা। 

এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সদস্য আরফাত হোসাইন, লোকমান আনছারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংবাদিক মো. রায়হান ইসলাম, আনিসুল ইসলামসহ আরও অনেকে। 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের ভালবাসেন, তিনি সাংবাদিকদের খোজঁ খবর রাখেন। 

আজ রাউজানের উপজেলা প্রতিনিধিদের তিনি আর্থিক চেক প্রদান করে সম্মানিত করেছেন।  বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সেটি আবার প্রমাণ করলেন ঢাকার বাইরের সংবাদকর্মীদেরর চেক প্রদানের মাধ্যমে।  


keya