১:৪৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




চবির নিয়োগে অর্থ লেনদেন ঘটনায় অডিও ফাঁস:উপাচার্যের সহকারী ও কর্মচারী বহিষ্কার

১৭ মার্চ ২০২২, ১১:০৭ এএম |


নকিব ছিদ্দিকী:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবিতে) শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় উপাচার্যের সহকারী ও এক কর্মচারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  বহিষ্কৃতরা হলেন- চবি উপাচার্যের সহকারী খালেদ মিসবাহুল মোকর রবীন ও হিসাব নিয়ামক শাখার কর্মচারী আহমদ হোসেন।  বুধবার (১৬ মার্চ) অভিযুক্ত দুইজন শোকজের জবাব দেওয়ার পর তাদের বহিষ্কার করা হয়।  এরআগে, গত ৩ মার্চ চবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত ৫টি ফোনালাপ ফাঁস হয়।  এ ঘটনায় ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় ওই বিভাগের নিয়োগ বোর্ড বাতিল করা হয়।  এ ছাড়া ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।  তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলেও গত ১০ দিনেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সিন্ডিকেট মনোনীত এ তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো।  এর জবাব দেওয়ার পর তদন্তের স্বার্থে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  এছাড়া তদন্ত কমিটিও পুরো বিষয়টি তদন্ত করছে।