২:৪১ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪৬
নকিব ছিদ্দিকী:
দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করেছেন আপনারাও যদি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করতে চান আপনারাও চলে আসুন। আপনাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দরজা সব সময় খোলা রয়েছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ স্বপন। সোমবার (৩০ মে) দুপুরের দিকে নগরের দ্য কিং অব চিটাগাংয়ে অনুষ্ঠিত নগর যুবলীগের সম্মেলনে একথা বলেন তিনি । নগর যুবলীগের সম্মেলনে তিনজনকে প্রাথমিক সদস্য পদ দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্ছু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ। আবু সাঈদ মাহমুদ স্বপন বলেন, দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর যুবলীগের দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্ছু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ। তাদের বয়স হয়েছে। তারা আওয়ামী লীগে যোগদান করতে চান। তাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।