১২:২২ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪৬
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মানবাধিকার ফোরম চট্টগ্রাম শাখার উদ্যোগে সিলেটের সুনামগঞ্জের দোয়ারা থানার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের যোগির গাও, আম বাড়ি, দোয়ারা বাজারে পানিবন্দী এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল, আলু, পানি, চিড়া গুড়, মুড়ি বিস্কুট, লবণ, ওরস্যালাইন, মোমবাতি ও দিয়াশলাই। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মানবিক টিম প্রধান আকতার উদ্দিন রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পলাশ ধর, সমন্বয়ক জিএম মাহাবুর হোসেন, বিভাগীয় সাধারণ সম্পাদক লায়ন মো. এয়াকুব, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, মো. শাহনেওয়াজ চৌধুরী শুভ, বোরহান উদ্দিন, মো. শাহেদ, আলী আজগর, মো. রাকিব, তারিকুল ইসলাম হিমু, মো. ফারুক, জারিফ আহমেদ জয়, রায়হান আলম রাফী প্রমুখ।