১:০৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪, রোববার | | ১৩ জমাদিউস সানি ১৪৪৬




অর্থ হাতিয়ে নিতে ইমো আইডি হ্যাক চক্র সক্রিয়ঃ ব্যাংক কর্মকর্তাসহ ভোগান্তিতে সাধারণ মানুষ

১২ জুলাই ২০২২, ১১:৫৪ পিএম |


নকিব ছিদ্দিকীঃ

অর্থ হাতিয়ে নিতে ইমো আইডি হ্যাক চক্র সক্রিয় হয়ে উঠেছে।  চক্রটি ব্যাংক কর্মকর্তাসহ  সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে।  গুরুত্বপূর্ণ ব্যাক্তিসহ সাধারণ মানুষের আইডি হ্যাক করে পরিচিত জনদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  জানাযায়, ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ জামান ফরহাদের ইমো আইডি হ্যাক করেছে একটি চক্র। হ্যাকার তার আইডি হ্যাক করে ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীদের থেকে টাকা চাচ্ছে।  তিনি আরো জানান,তার ইমোতে যাদের নম্বর সংরক্ষণ রয়েছে তাদেরও অনেকের আইডি হ্যাক করা হয়েছে।  ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট বাজার জামে মসজিদের ইমাম  ফোরকান জানান, ০৭ জুলাই এক বন্ধুর ইমু হ্যাক করে  ফোরকানের কাছে টাকা চাইলে ফোরকান ৩ হাজার টাকা পাঠিয়ে দেয়।  একদিন না পেরোতেই  ৮ তারিখ ইমাম ফোরকানের আইডি হ্যাক করে অনেক মানুষের কাছে টাকা চাইলে অনেকে বুঝতে পেরে টাকা দেননি। কিন্তু ফোরকানের ঘনিষ্ঠ এক কাতার প্রবাসী  বন্ধুর কাছে ২০ হাজার টাকা চাইলে ঐ বন্ধু ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। ফোরকানের নম্বর হ্যাকের পর সেখান থেকে সিএনজি চালক মানিক নামের একজনের নম্বর নিয়ে  ইমু আইডি হ্যাক করে তার বাগিনার কাছে ৫ হাজার টাকা চায়। ..

প্রতারক এ নাম্বারে টাকা পাঠাতে বলে -