৮:১২ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার |
| ১৯ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক:
অদ্য বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আকতার উদ্দিন রানা’র সভাপতিত্বে লায়ন মোহাম্মদ এয়াকুবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য।
বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন এস এম শহীদ উল্লাহ রনি, জি এম মাহবুব হোসেন, হাবিবুর রহমান হাবীব, সাখাওয়াত হোসেন সাকু, নোমান জিহাদ, মাকসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ নাঈম উদ্দিন। সভায় দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে এস এম শহীদ উল্লাহ রনিকে সভাপতি লায়ন মোহাম্মদ এয়াকুবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২২-২৩ সালের জন্য বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জিএম মাহাবুব হোসেন, মাহামুদুল হক, জেসমিন হক চৌধুরী জেসি, নাসরিন আক্তার মনি, আসমা আক্তার, মর্তুজা জাকির হোসেন, জাহানারা সাবের, মোহাম্মদ অলি উদ্দিন হাওলাদার, মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক লায়ন জানে আলম, নাজিম উদ্দিন নাজু, মোহাম্মদ কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, জাহানারা আক্তার তানিয়া, এডভোকেট ফরিদ উদ্দিন, মোহাম্মদ হারুন, আলী আকবর মুন্না, ডা. হাবিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হায়দার আলী রুবেল, বিজন কুমার সিংহ, মোছাম্মৎ লাকী আকতার, আনিছুর রহমান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, লায়ন আর.কে. মুহুরী, সাংস্কৃতিক সম্পাদক মায়া চৌধুরী, নুসরাত জেরিন, হেলেনা আকতার, আবু বক্কর ছিদ্দিকী প্রমুখ।