৬:২৫ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গেটম্যান আটক

২৯ জুলাই ২০২২, ০৮:৫৪ পিএম |


নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের মিরসরাইয়ে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে  রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয়। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সাদ্দামকে আটক করা হয়েছে। ।  দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এর আগে  দুপুর ২টার দিকে দুর্ঘটনার পরপরই বিভাগীয় পার্সোনেল অফিসার (ভারপ্রাপ্ত) আনছার আলীকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুপুর ২টার দিকে  মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন  জানান, খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।  ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি।  এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান।  হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে। 

ট্রেনটি ধাক্কা দেয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি।  এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়।  

হাটহাজারী উপজেলার আমানবাজারে আর এন্ড জে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টার থেকে ভ্রমণে যায় দলটি। 

আহতদের মধ্যে ৫ জনকে নিউরোসার্জারি বিভাগে এবং একজনকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 


keya