৬:১২ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার | | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫




চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: ক্ষোভ ঝাড়লেন কমিটির একাংশ

০১ আগস্ট ২০২২, ১১:৪৭ এএম |


নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৩১৬ জন সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।   তা নিয়ে ক্ষোভ ঝাড়লেন কমিটির একাংশ নেতারা।  নগরের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন।  তুমুল সংঘর্ষে সেই সম্মেলন পণ্ড হলে ৩ মাস পর ৫ মে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছরের জন্য অনুমোদন দেওয়া সেই কমিটিতে সভাপতি পদে মিরসরাইয়ের তানভীর হোসেন চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক পদে ফটিকছড়ির রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়। রোববার (৩১ জুলাই) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।  ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৮৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় ও উপ সম্পাদকীয় পদে ১৮৬ জন রয়েছেন।  সদস্য পদে ২৩ জন স্থান পেয়েছেন। কিন্তু ঘোষিত কমিটিতে পদবাণিজ্য, অছাত্র ও বিবাহিতদের  রাখার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন পদ পেয়েছেন এমন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ।  জেলা ছাত্রলীগের কমিটিতে পদ পা্ওয়া নাম প্রকাশে অনিচ্চুক এক ছাত্র নেতা বলেন, যাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে শুরু থেকে জড়িত ছিলেন তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি , অছাত্র বিবাহিতদের পদ দেওয়া হয়েছে । তিনি আরো বলেন টাকার বিনিময়ে এ কমিটিতে বাহিরের অনেকেই পদ পেয়েছেন।  এ বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারন সম্পাদক রেজাউল করিমকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি৷ প্রসঙ্গত, গত ১ এপ্রিল পূর্ণাঙ্গ কমিটি গঠন ইস্যুতে নগরের সিআরবির রেলওয়ে অফিসার্স ক্লাবে সংঘর্ষে জড়ায় জেলা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা। 


keya