৩:০২ পিএম, ১ অক্টোবর ২০২৩, রোববার | | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫




রাউজান প্রশাসনের অভিযানে হালদা নদী থেকে জাল নৌকা জব্দ

০৬ ডিসেম্বর ২০২২, ১০:২৫ পিএম |


রাউজান প্রতিনিধিঃ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে এক হাজার মিটার ঘেরা জাল ও একটি নৌকা জব্দ করেছে রাউজান উপজেলা প্রশাসন গত সোমবার( ৫ ডিসেম্বর) বিকালে নদীর আজিমের  এলাকা থেকে কালুরঘাট পর্যন্ত অভিযান করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।  এই অভিযানে কচুখাইন এলাকা থেকে এক হাজার মিটার জাল ও জাল পাতায় ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।   অভিযানে অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও আইডিএফ এর স্বেচ্ছাসেবী কর্মীরা।  সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, হালদার মা মাছ ও জীববৈচিত্র রক্ষায় প্রতিনিয়ত অভিযান চলমান থাকবে। 


keya