২:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার |
| ১৮ শা'বান ১৪৪৬
এসএনএন২৪ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দলের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত। শেখ হাসিনার নেতৃত্বে যে আমাদের পার্টি ঐক্যবদ্ধ সেটাই সম্মেলনের উপস্থিতি প্রমাণ করেছে।
তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কাউন্সিলরদের চোখের ভাষা মনের ভাষা বোঝেন শেখ হাসিনা।
ওবায়দুল কাদের আরও বলেন, বেশিরভাগই নির্বাচিত হয়েছেন পুরোনোরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের পার্টিতে অপরিহার্য, তার কোনো বিকল্প নেই।