৬:৩৮ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




দূর্ঘটনায় আহত ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করালেন মাটিরাঙ্গার ইউএনও

০২ মে ২০২৩, ০৯:১৯ পিএম |


নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে তামাক বোঝাই একটি পিকআপ দূর্ঘটনায় আহত ব্যাক্তিদের হাসপাতালে প্রেরণ করলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিস ডেজী চক্রবর্তী।  মঙ্গলবার (২ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা পলাশপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।  প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থাকে তামাক বোঝাই একটি পিকআপ পলাশপুর টোবাকো ফ্যাক্টরি যাবার পথে একটি পাহাড়ের রাস্তা অতিক্রম করার সময় পিক আপটি উল্টে যায়, এতে পিক আপে থাকা মহালছড়ির মো: আবু বক্কর(৪৫) ও রংপুরের মিঠু(৩৫) গুরুতর ভাবে আহত হয়।  এদিকে এসএসসি পরিক্ষা পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ ডেজী চক্রবর্তী মাটিরাঙ্গা সদরে ফিরছিলেন।  এ সময় তিনি গুরুতর আহত ব্যাক্তিদের গাড়িতে করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে আসেন এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যাবস্থা করেন।  এ সময়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: ইশতিয়াক আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মো: রুহুল আমিন তাঁর সাথে ছিলেন।  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এরকম মানবিক আচরনে উপস্থিত সকলে তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং স্যারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 


keya