৫:৫৫ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার | | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫




ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮৯ জন

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম |


এসএনএন২৪ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮৭৫ জন মারা গেলেন।  বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।  স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৮৮৯ জন।  এর মধ্যে ৭৮৯ জন ঢাকার।  অন্যান্য বিভাগের দুই হাজার ১০০ জন।  স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ২৮০ জন রোগী ভর্তি আছেন।  এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ৬৯৬ জন।  বাকি ছয় হাজার ৫৮৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।  এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  ছাড়া পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ৫৪৪ জন। 


keya