Deprecated: Required parameter $FieldCaption follows optional parameter $SheetIndex in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 542

Deprecated: Required parameter $beginIndex follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068

Deprecated: Required parameter $uri follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068
SNN24.com

৪:০২ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার | | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫




চন্দনাইশ পৌরসভায় পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা ওর্য়াকশপ কাউন্সিলরদের বর্জন

০৩ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম |


চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভার পয়: বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার উপস্থাপন ওর্য়াকশপ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  নিদিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু না হওয়ার পাশাপাশি উপস্থিতি ছিল নগন্য, স্থানীয় কাউন্সিলরা কর্মশালা বর্জন করেন।  গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।  এ সময় তিনি বলেন, পৌরবাসীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের সেবা নিশ্চিত করার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।  ওয়ার্কশপের সভাপতিত্ব করেন পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, প্রধান বক্তা ছিলেন, সেনিটেশন ও পরিবেশ প্রকৌশলী ফাহাদ মো. ফরহাদুল ইসলাম।  ওয়ার্কশপে স্থানীয় সচেতন মহল, গণমাধ্যমকর্মী, কাউন্সিলরসহ ৪০ জন উপস্থিত থাকার কথা থাকলেও ছিলেন মাত্র ২৮ জন।  পৌরসভার কাউন্সিলরদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না।   নাম প্রকাশে অনিচ্ছা শর্তে বলেছেন, পৌর মেয়র পৌরসভার বরাদ্দ ও উন্নয়নমূলক কার্যক্রমে কাউন্সিলরদের সাথে সম্বনয় না করায় প্রতিবাদস্বরূপ ওয়ার্কশপে উপস্থিত হন নাই।  তাছাড়া গত ২৭ সেপ্টেম্বর মাসিক সম্বনয় সভায় তারা উপস্থিত ছিলেন না বলে জানান।  এ ব্যাপারে প্রধান বক্তা  সেনিটেশন ও পরিবেশ প্রকৌশলী ফাহাদ মো. ফরহাদুল ইসলাম বলেছেন, ওয়ার্কশপে ৪০ জন বিভিন্ন শ্রেণির ও পেশার মানুষ উপস্থিত করার কথা থাকলেও অনেকে উপস্থিত হন নাই।  এমনকি কাউন্সিলরাও উপস্থিত ছিলেন না।  বিষয়টি সচেতনতামূলক পৌর নাগরিকদের মাঝে প্রচার করার লক্ষে করা হয়েছে।  এ কর্মসূচী অব্যাহত রেখে আগামী প্রচার প্রসারের উপর গুরুত্বারোপ করেন।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা বলেছেন, কাউন্সিলরা তাদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই।  বিষয়টি নিয়ে পৌরসভা সচেতন মহল, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। 


keya