Deprecated: Required parameter $FieldCaption follows optional parameter $SheetIndex in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 542

Deprecated: Required parameter $beginIndex follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068

Deprecated: Required parameter $uri follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068
SNN24.com

৪:০৪ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার | | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫




‘কে এলো কে এলো না, সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না: সিইসি

০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম |


এসএনএন২৪ ডেস্ক: নির্বাচনে কারা অংশ নিয়েছে কী নেয়নি, এটি ইসির মাথা ব্যথা নয় মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কে এলো কে এলো না, সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না।  ব্যাপক সংখ্যক ভোটার এসে যদি ভোটদান করে, তাহলে আমরা সেটাকে অংশগ্রহণমূলক বলতে পারি।  আমাদের দায়িত্ব নয় কাউকে নির্বাচনে নিয়ে আসা।  তবু আমরা নৈতিকতার অবস্থান থেকে অনেকবার দাওয়াত দিয়েছি।  আসুন, আমাদের সঙ্গে চা খান।  ডিইও লেটার পর্যন্ত লিখেছি।  এর বেশি আমরা করতে পারছি না। ’ বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।  বৈধতার বিষয়টি নয়, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের আইনগত দিকটা দেখবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।  তিনি বলেন, ‘আমরা নির্বাচনের লিগ্যালিটি দেখবো।  নির্বাচনের লেজিটেমেসির বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ফাইট করবে না।  নির্বাচনে লেজিটেমেসির বিষয়টি নিয়ে রাজনৈতিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্ব ফাইট করবে। ’ তিনি বলেন, ‘কথা কিন্তু আমরা বলবো না।  কথা বলতে হবে রাজনীতিবিদদের। ’ কার্যকরভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে ইসির দায়িত্ব কমে যায় উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে আমাদের অল্প একটু রেফারির ভূমিকা থাকবে।  কনটেস্ট হবে রাজনৈতিক দলের মধ্যে।  ওরাই ওদের অবস্থানটাকে সুদৃঢ় রাখবে।  ইফেকটিভ কনটেস্ট হলে ভোটকেন্দ্রের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে একটি ভারসাম্য সৃষ্টি হয়ে যায়।  তখন আমাদের দায়িত্ব কমে আসে।  আমরা দেখতে চাই, নির্বাচনের দিকে ভোটাররা এসেছেন।  তারা লাইনে দাঁড়িয়েছেন।  ভোটকেন্দ্রে ঢুকছেন। ’ সিইসি বলেন, ‘আমাদের যদি এক শতাংশ ভোট পড়ে এবং ৯৯ শতাংশ নাও পড়ে, আইনগতভাবে নির্বাচন সঠিক হবে।  লেজিটেমেটির ব্যাপারটা ভিন্ন হতে পারে।  কিন্তু আইনত নির্বাচন সঠিক হবে।  আমরা লেজিটেমেসি নিয়ে মাথা ঘামাবো না।  আমরা দেখবো, ভোটটা অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে—এক শতাংশও যদি ভোট পড়ে এবং ভোটার যারা আসছে, তাদের তাড়িয়ে দেওয়া হয়নি, তাদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে, তারা নির্বিঘ্ন ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ’ একাধিক দিনে ভোটগ্রহণের পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ৪২ হাজার কেন্দ্রে একদিনে ভোট করা খুবই কঠিন।  আপনারা যারা আছেন, তারা যদি মনে করেন নির্বাচন ব্যবস্থার সংস্কারের চিন্তা করতে পারেন।  এই চিন্তার বিষয়টি আপনাদের।  এটা হলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ’ সংলাপ প্রশ্নে তিনি বলেন, ‘সবাই বলে থাকেন সংলাপের মাধ্যমে একটা সমঝোতার প্রয়োজনীয়তার কথা।  আমরাও বলেছি, সংলাপের মাধ্যমে সমঝোতা করে যদি একটি অনুকূল পরিবেশ গড়ে উঠতো।  তাহলে আমাদের জন্য কাজটা সহজ-সাধ্য হতো। ’ বাংলাদেশের নির্বাচন প্রশ্নে বিদেশিদের অবস্থান প্রশ্নে তিনি বলেন, ‘আমরা মানি বা না মানি, বিদেশের কিছু লোক এখানে এসে কথা বলেন।  অথচ আমরা আমেরিকা গিয়ে কিন্তু কথা বলতে পারছি না।  এটার একটা কারণ হতে পারে—আমেরিকা হয়তো শক্তিতে বাংলাদেশের চেয়ে বেশি।  এটা হতেও পারে, আবার নাও হতে পারে।  আমি সেটা জানি না।  ওরা আসছে আমাদের দেশে কথা বলতে।  ওরা আমাদের সঙ্গে কথা বললে আমি খুব গর্ববোধ করি না। ’


keya