০৫ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম |
রাউজান প্রতিনিধিঃ
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান দক্ষিণ হিংগলা-কলমপতি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে তাওলাদে গাউসিয়া শরীফ ও মাসিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর শনিবার দিবাগত রাত ৮টার সময়ে সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম এর ব্যবস্থাপনায় ও তার বাস ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আসলামের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সজিবের সঞ্চলনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য শফিউল আলম, প্রধান আলোচক ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদাপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভা-ারী, সংগঠনের উপষ্টেদা নুর মোহাম্মদ, সভাপতি মো সেলিম উদ্দীন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন,্ যুগ্ম সম্পাদক সোহেল, মোহাম্মদ জামসেদ প্রমুখ।