৪:১৩ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির  শ্রীমদ্ভগবদ্গীতা জয়ন্তী উৎসব 

২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম |


প্রেস বিজ্ঞপ্তি :  বাংলাদেশ সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ২৪ ডিসেম্বর বিকাল ৪ ঘটিয়া চেরাগীপাহাড়স্থ আজাদী মিলনায়তনে প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা সুখময় চক্রবর্ত্তী’র সভাপতিত্বে শ্রীমদ্ভগবদ্গীতা জয়ন্তী উৎসব উদ্যাপন সম্পন্ন হয়।  অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী আত্মানন্দ পুরী মহারাজ।  অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন শ্রীমৎ অক্ষরানন্দ পুরী মহারাজ।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্স’র সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বনিক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. প্রণব প্রসাদ দাশ, জেনারেল ফিজিশিয়ান ও সার্জন ডা. যীশুময় দেব।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দীপক কুমার সাহা।  বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিমল দত্ত, দুলাল চক্রবর্ত্তী, কানাই লাল সেন, সুলাল দে, প্রদীপ দেব, শিবলু কুমার দাশ, শ্রীজয় মল্লিক, এড. রানা ধর, এড. কৃষ্ণ প্রসাদ শর্মা।  এসময় আরও উপস্থিত ছিলেন  নান্টু কুমার শীল, সুজন দেব নাথ, জুয়েল দাশ, শৈবাল দাশ, নান্টু দেব নাথ, জয় দেব নাথ, শিবু মজুমদার, চন্দন দেব নাথ, পিটু কুমার নাথ, রাহুল আচার্য্য, রূপন মজুমদার, সুজন চৌধুরী, সুজন চক্রবর্ত্তী প্রমুখ।    


keya