১২:৫০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার | | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬




মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম |


নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা : খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  বুধবার, সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাটিরাঙ্গা জোনের শিশুকবাড়ি আর্মি ক্যাম্পের অন্তর্গত গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক স্থানীয় পাহাড়ি বাঙালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।  উক্ত কর্মসূচিতে মোট ৪৪৭ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ১৪৮ জন বাঙালী নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।  অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।  মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে।  আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। 


keya