২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম |
মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ :
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দোহাজারী বাজার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত বাঝিঁয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলণের মাধ্যমে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায়, সম্মেলন’২০২৪ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সিপিবি চন্দনাইশ উপজেলা কমিটির সভাপতি কমরেড আবদুল নবীর সভাপতিত্বে ও সম্পাদক কমরেড শিমুল কান্তি ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি কমরেড কানাই দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী, সদস্য কমরেড শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা সাম্রাজ্যবাদ নির্মুল, রাষ্ট্রীয় চার মূলনীতি প্রতিষ্ঠা, জাতীয় সম্পদ রক্ষা, দেশপ্রেমিক ত্যাগী রাজনৈতিক নেতা সৃষ্টি, বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের অবস্থা থেকে মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তি বলয় গড়ে তোলার জন্য দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মিছিল নিয়ে সচেতনতামূলক দাবী সম্বলিত হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী স্টেশন রোড প্রদক্ষিণ করেন দলীয় নেতা-কর্মীরা। সর্বশেষ স্থানীয় একটি রেস্টুরেন্টে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আবদুল নবীকে সভাপতি ও শিমুল কান্তি ধরকে সাধারণ সম্পাদক, আবদুর রহিমকে সহ সম্পাদক এবং সদস্য যথাক্রমে বিধুভুষন নাথ, গোপাল পাল, সুবল দেব, সুকান্ত বৈদ্য, সুজন বিশ্বাস, মোঃ হারুন, মৃদুল সেন, কৃষ্ণকান্ত চৌধুরী, সমর ভট্টচার্য্যসহ ১৩ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।