২:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার | | ১৮ শা'বান ১৪৪৬




মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

২৩ এপ্রিল ২০২৪, ১১:৫৮ এএম |


আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে।  রয়্যাল মালয়েশিয়ান নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  খবর বিবিসির।  মালয়েশিয়ার লুমুত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।  সেখানে নৌবাহিনীর ঘাঁটি রয়েছে।  হোম এম৫০৩-৩ নামের হেলিকপ্টারে সাতজন আরোহী ছিল।  ধারণা করা হচ্ছে, এটি বিধ্বস্ত হয়ে সড়কে একটি চলমান ট্রাকের ওপর পড়েছে।  এছাড়া ফেনেক এম৫০২-৬ হেলিকপ্টারে তিনজন আরোহী ছিল।  ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর একটি সুইমিংপুলের কাছে গিয়ে পড়েছে। 


keya