০৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ এএম |
আকতার হোসেন, মিরসরাই :
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত "বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহি উদ্দিন সওদাগরের সভাপতিত্বে এবং বারইয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী'র সঞ্চালনায় মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল হোসেন ডিলারের ব্যক্তিগত অর্থায়নে স্থাপিত উক্ত পাঠাগার এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন সম্পন্ন হয়।
মসজিদ পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবুল হোসেন ডিলারের ব্যক্তিগত অর্থায়নে তার পিতা মরহুম মাওলানা নাছির আহমদ ও মাতা মরহুমা ছলিমা খাতুনের ইছালে সওয়াবের উদ্দেশ্যে স্থাপন করা হয় বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ পাঠাগার।
এসময় দোয়া পরিচালনা করেন মসজিদের সাবেক খতীব মাওলানা আবু তৈয়ব।
মসজিদ কমিটির মোতায়াল্লী অধ্যাপক ফজলুল করিমের সার্বিক দিক নির্দেশনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভেন্ডারের সম্মতিক্রমে পাঠাগারের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারী ও পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান। মসজিদ কমিটির অন্যান্য দায়িত্বশীল ও মুসল্লীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।