০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম |
আকতার হোসেন, মিরসরাই :
মিরসরাইয়ের করেরহাটে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার করা হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের ২ কিলোমিটার দীর্ঘ গোলাম আকবর সড়ক প্রকাশ বটতলা-আকবর নগর (আবাসন সড়ক) সড়কের বেশকিছু স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ও যান চলাচলের অনুপযোগী সড়কটিতে ইট ও বালী দিয়ে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে তোলেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান। ভারী বর্ষণ ও মালবাহী কিছু ভারী যান চলাচলের কারণে উক্ত সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এবং সেই সকল স্থানে কাঁদার কারণে সড়কটি মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, দুর্ভোগ-ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। ১৫ হাজার মানুষের চলাচলের সড়কটিতে প্রতিদিন দুই শতাধিকেরও বেশি সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশা, কাঠ বোঝাই পিকাপ ও বেশকিছু ভারী যান চলাচল করে। আবাসন এলাকার মানুষ ছাড়াও দক্ষিণ অলিনগর উত্তর পাড়া, আদর্শ গ্রাম, ডিবির টিলা, সাইবেনিরখিল ত্রিপুরা পাড়ার ঐদিকের মানুষ এই সড়কে চলাচল করে।
মানুষ ও যান চলাচল ব্যাহত হচ্ছে, শনিবার সকালে এই খবর শুনে সেই স্থানে ছুটে যান করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান। বিকেলে ব্যক্তিগত উদ্যোগে দুই ড্রাম ট্রাক ইট ও এক ড্রাম ট্রাক বালি দিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীদের'কে সাথে নিয়ে সড়কটিকে সংস্কার করে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তুলেন। এতে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা বাতিঘর যুব সংঘের সাধারণ সম্পাদক ফারহান শরীফ বলেন, চলাচলের অনুপযোগী জনবহুল ও জনগুরুত্বপূর্ণ এই সড়ক নিজ উদ্যোগে সংস্কার করে জনস্বার্থে চলাচলের উপযোগী করে তোলায় বিএনপি নেতা নোমান সত্যিই প্রশংসার দাবিদার। তাই আমরা উনার উদ্যোগে একাত্মতা পোষণ করে উনার কাজে সহযোগিতা করি। ফলশ্রুতিতে স্থানীয় বাসিন্দারা এখন স্বাচ্ছ্যন্দে চলাচল করছে।
এবিষয়ে রেজাউল করিম নোমান বলেন, দক্ষিন অলিনগরের মানুষের এই মূল সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে শুনে ছুটে এলাম এবং ইট ও বালি দিয়ে সাময়িকভাবে চলাচলের উপযুক্ত করে তোলা হয়েছে। বর্ষা মৌসুম শেষে জনবহুল এই সড়কটিকে স্থায়ীভাবে সংস্কার করার আগ্রহ প্রকাশ করেন এবং জনস্বার্থে পাশে থেকে উৎসাহ প্রদান করায়
করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান মাস্টার'কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যার পানি নামার সাথে সাথে প্রায় ১৫ হাজার জনসাধারণের চলাচলের গোলাম আকবর সড়ক প্রকাশ দক্ষিণ অলিনগর বটতলা-আবাসন সড়কের বটতল মসজিদের সামনে অবস্থিত কালভার্টটি গত মঙ্গলবার ভেঙ্গে পড়লে এই খবর শুনে বুধবার করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমানের ব্যক্তিগত উদ্যোগে কাঠ দিয়ে সাময়িকভাবে চলাচলের জন্য কালভার্টটি সংস্কার করা হয়। উক্ত কালভার্ট সংস্কার হওয়ায় সাধারণ মানুষ ও সকল প্রকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।