৩:১৫ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




রপ্তানিমুখী বিনিয়োগ করতে আগ্রহী চট্টগ্রামের ফার্নিচার ব্যবসায়ীরা

১০ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পিএম |


নকিব ছিদ্দিকী, চট্টগ্রাম: এখন রপ্তানিমুখী বিনিয়োগ করতে আগ্রহী চট্টগ্রামের ফার্নিচার ব্যবসায়ীরা। এটাতে  সফল চিন্তা তাদের মাথায়। কারণ খরচ কম। এখন কাঁচামাল আনতে ট্যাক্স কমানো হলে  রপ্তানি শিল্পে ভালো করতে পারবে বলে আশা করেনব্যবসায়ীরা।  এদিকে নগরীর জিইসি কনভেনশনে শরু হওয়া মেলাও জমে উঠেছে ।  টিকেট কেটে রকমারি আসবাবের পসরা দেখতে ভিড় দর্শনার্থীদের।  এক ছাদের নিচে এতোগুলো প্রতিষ্ঠান পেয়ে আনন্দিত দর্শনার্থীরা।  দেখাযায় মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সোফা ও ডাইনিং টেবিল।  ক্রেতারা বলছেন, ‘একসময় মানুষ ভারি কারুকাজ পছন্দ করলেও এখন প্রায় সবাই সাদামাটা সহজ ডিজাইন পছন্দ করে।  মেলায় অংশ নেওয়া বিক্রেতা মোস্তফা কামাল বকুল বলেন, আমাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভারত, আমেরিকা, লন্ডনসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে।   ‘রপ্তানিমুখি বিনিয়োগে আমরাও আগ্রহী।   তবে আমাদের যেরকম চাহিদা আছে, আশা করি আমরা রপ্তানির দিকে গেলে খারাপ করবো না।  মেলার সদস্য সচিব নূরউদ্দিন জানান, ‘মেলায় হাজার হাজার মানুষ ফার্নিচার দেখতে আসছেন।  এটা আমাদের বরাবরই উৎসাহিত করছে।  


keya