৫:১৪ এএম, ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার | | ২১ রজব ১৪৪৬




বান্দরবানের লামায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

০২ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পিএম |


এসএনএন২৪ডেস্ক: বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুলছাত্রী অর্পা সুশীল (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে।  সে বিলছড়ি হেব্রন খ্রিস্টান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।  ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান।  এ সময় তিন জন গোসল শেষে ওপরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যান।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযানে নামলেও নিখোঁজ স্কুলছাত্রী অর্পার কোনো হদীস পাওয়া যায়নি।  সূত্র জানায়,বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাতামুহুরী নদীর মিশন ঘাট এলাকায় নিখোঁজ অর্পা সুশীলের মরদেহ ভেসে ওঠে।  খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।  লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয় জনসাধারণসহ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


keya