বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী নিয়ে আতংক
১০ জানুয়ারী ২০২৫, ১২:০৮ পিএম |
মীর আসলাম(এসএনএন)ডেক্স
সারা বিশ্বে নানা ঘটনা প্রবাহ নিয়ে ভবিষ্যৎবাণী করে যাওয়া দুই প্রয়াত জ্যোতিষীর হুসিয়ারী চলতি ২৫ সাল সারা বিশ্বের মানুষ পড়বে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে। এ বছর পৃথিবীর প্রতিটি অংশ ভুমিকম্পসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পতিত হবে। এমন ভয়াহতার মধ্যে পড়ে অগুনিত মানুষের মৃত্যু হবে। বিশ্বজুড়ে জনসংখ্যা কমবে উদ্বেগজন হারে। দুই প্রয়াত রহস্য পুরুষ নস্ট্রাদামুস এবং বাবা ভাঙ্গা, করে যাওয়া এই অশুভ ভবিষ্যৎবাণীর ইঙ্গিত বিশ্ব সম্প্রদায় বছরের শুরু থেকে দেখতে শুরু করেছে। কয়েকদিন আগে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে তিব্বত পর্ব্বতমালা হিমালয়ের কাছে। চলতি বছরে আরো ভূমিকম্পের হবে বলে গেছে জ্যোতিষীদ্বয়।
১৫৬৬ সালে মারা যাওয়া নস্ট্রাডামাস ও ১৯৯৬ সালে মারা যাওয়া বাবা ভাঙ্গা দুই জ্যোতিষীর ভবিষৎবাণী করে গেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে যুদ্ধ। 'নিষ্ঠুর যুদ্ধ' মানব সভ্যতার সর্বনাশ ডেকে আনবে। দুই জ্যোতিষীর করে যাওয়া ভবিষ্যদ্বাণী প্রতি দৃষ্টি দিলে দেখা যায় অতীতে ঘটে যাওয়া অনেক ঘটনা তাদের ভবিষ্যদ্বাণী সাথে মিলে গেছে।
যেমন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতির নির্বাচন এবং রাজকুমারী ডায়ানার মর্মান্তিক মৃত্যু , অ্যাডলফ হিটলারের উত্থান, রাষ্ট্রপতি জন এফ কেনেডির হত্যা, COVID-19 মহামারীসহ নানা আলোচিত ঘটনা। বাবা ভাঙ্গা অস্বাভাবিক ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে রয়েছে ২৫ সাল নিয়ে। তিনি দাবি করেছেন চলতি বছর অর্থাৎ ২৫ সালে ইউরোপে একটি নতুন যুদ্ধের সূচনা হবে, এই যুদ্ধ সারা বিশ্বের জন্য হবে ধ্বংসাত্মক। এই বছর বিশ্ব মানব সভ্যতা এলিয়েনদের মুখোমুখি হতে পারে।
সতর্ক করেছেন ২৫ সাল ইউরোপ হবে অশান্তির কেন্দ্রবিন্দু। সারা বিশ্বের অবস্থা হবে বিপর্যয়কর। নানা সংকটের জড়জরিত হবে মানুষ। জ্যোতিষীর করে যাওয়া এই ভবিষৎবাণী বতমান বিশ্ব পরিস্থিতি ও সম্প্রতিক সময়ে ভুমিকম্পের মত ঘটনা প্রবাহ থেকে ২০২৫ সালের শুরু থেকে বিশ্ব পরিস্থিতি কি সেদিকে নিয়ে যাচ্ছে ?