জুলাই অভ্যুত্থান
১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পিএম |
এসএনএন নিউজ ডেক্স ঃ
স্বৈরচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে নিহত ছয় নারী পুরুষের লাশ এখনো বেওয়ারিশ হয়ে পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মর্গে। এই ছয়জনের মরদেহ সরেজমিনে পরিদর্শন করে দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান বিষয়ক সেল।
শাহবাগ থানা সূত্রে জানা যায় মরদেহগুলো জুলাই অভ্যুত্থানের সময়ের। যদিও কেউ জানাতে পারেনি তাদের পরিচয়, মৃত্যুর সময়, তারিখ। শুক্রবার (১০ জানুয়ারি) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জুলাই অভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক হাসান ইনাম। যাদের মরদেহ এতদিন মর্গে পড়ে রয়েছে তাদের মধ্যে একজনের নাম এনামুল (২৫)। অন্য পাঁচ মরদেহের মধ্যে আছে ২০,২৫,২২ বছর বয়সী তিন পুরুষ ও ৩২, ৩০ বয়সী দুই নারী। লিখিত বক্তব্যে হাসান ইনাম বলেছেন মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। এনামুলের মৃত্যুর কারণ হিসাবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।
অভ্যুত্থান বিষয়ক সেলের অনুসন্ধান টিমের পক্ষে জানানো হয়, তারা জানতে পারেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয় জনের অশনাক্তকৃত মরদেহ মর্গে পড়ে আছে। সেই খবরের সূত্র ধরে তারা সেখানে অনুসন্ধানে যায়। সেলের টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শাহবাগ থানার সহযোগিতা নেন। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো হিমাগারে থাকার বিষয়টি নিশ্চিত করে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে মরদেহগুলো দেখেন।