১:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার |
| ১৮ শা'বান ১৪৪৬
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলায় ইসলামী বইয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত তরজুমান প্রকাশনীর স্টল উদ্বোধন করা হয়েছে।
এতে দেশে চলমান সংকট নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামিক মূল্যবোধকে জাগ্রত করার আহবান জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার। রবিবার বিকেলে বাংলা একাডেমি সংলগ্ন বর্ধমান হাউসের সামনে আমগাছের নিচে (স্টল নং-১০৫৭) তরজুমান প্রকাশনীর স্টল উদ্বোধন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আনজুমানের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, ঢাকা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসাইন, ঢাকা আনজুমানের প্রচার সম্পাদক মুহাম্মদ কাশেম, ঢাকা আনজুমানের এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব গোলাম কিবরিয়া, নারায়ণগঞ্জ জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাশেদুল বারী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এমদাদ হোসাইন, জুনায়েদ হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, অমর একুশে বইমেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা এবং ছুটির দিন বেলা ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত তরজুমান প্রকাশনীর স্টল পরিদর্শনের সুযোগ থাকবে।