১:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার | | ১৮ শা'বান ১৪৪৬




মানবাধিকার, গণতন্ত্র সমুন্নত রাখতে বাংলাদেশকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাজ্যের

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম |


এসএনএন২৪ডেস্ক: মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে বাংলাদেশকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।  অন্তর্বর্তী সরকার এবং মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করতে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছে এ কথা বলেন যুক্তরাজ্যের মানবাধিকার দূত এলেনর স্যান্ডার্স।  ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। 

স্যান্ডার্স বলেন, ‘আমার এ সফরের মধ্য দিয়ে দায়বদ্ধতা ও ন্যায়বিচার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকারের মতো অগ্রাধিকারমূলক ইস্যুতে যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার আশা করছি। ’

এলেনর স্যান্ডার্স বলেন, ‘যুক্তরাজ্য টেকসই, দীর্ঘমেয়াদী সংস্কারকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের কাজকে দৃঢ়ভাবে সমর্থন করে, যা মানবাধিকারের পাশাপাশি প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করে। ’

যুক্তরাজ্যের মানবাধিকার দূত বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশের সঙ্গে আমরা আমাদের বহুপাক্ষিক অংশীদারিত্বকে সুসংহত করব। ’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এ সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের গভীর বন্ধুত্ব ও বাংলাদেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যত গঠনে সহায়তার লক্ষ্যে দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির আরেকটি দৃষ্টান্ত। 

বাংলাদেশে তার তিন দিনের সফরে মানবাধিকার দূত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ন্যায়বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক একটি সেমিনারে যোগ দেবেন।  সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করবেন। 

সেমিনারে মানবাধিকার দূত স্যান্ডার্স ও শিক্ষার্থীরা গণমাধ্যমের স্বাধীনতা, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতকরণসহ মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।  তিনি যুক্তরাজ্যের অর্থায়নে রোহিঙ্গা শরণার্থী শিবিরে খাদ্য বিতরণ, নারী স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম ও এলপিজি বিতরণসহ পরিচালিত প্রকল্প পরিদর্শনে কক্সবাজার সফর করবেন।  

যুক্তরাজ্যের মানবাধিকার দূত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনার বিষয়ে জবাবদিহিতা জোরদার করার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার (ওএইচসিএইচআর) অফিসের জন্য যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণা করবেন। 

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশে মানবাধিকার জোরদার ও সুরক্ষায় যুক্তরাজ্যের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে।  অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যুক্তরাজ্য আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের এজেন্ডাকে সমর্থন করেছে। 


keya