১:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার |
| ১৮ শা'বান ১৪৪৬
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনদুপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় ১০ দিন পর মামলা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিহতের বড় ছেলে মাকসুদ আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
নিহতের ভাই মো. দিদারুল আলম বলেন, আমার ভাইকে প্রকাশ্যে দিনদুপুরে খুন করা হয়েছে। অথচ ঘটনার ১০ দিনেও পুলিশ ঘটনায় জড়িত একজনকেও গ্রেফতার করতে পারেনি। অথচ হত্যাকারী কারা তা এলাকার সবাই দেখেছেন। পুলিশও এ বিষয়ে অবগত। এরপরও জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। এ কারণে আমরা পুলিশের ওপর ভরসা করতে পারছি না। অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করার পরও যে পুলিশ আসামিদের গ্রেফতার করবে, তার কোনও নিশ্চয়তা নেই।
গত ২৪ জানুয়ারি জুমার নামাজ আদায় করতে চান্দগাঁওয়ের বাসা থেকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া গ্রামে যান জাহাঙ্গীর। নিজ বাড়ির অদূরে আসাদ আলী মাতব্বর পাড়া জামে মসজিদের কাছে পৌঁছালে পথরোধ করে এলোপাতাড়ি গুলি করেন দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এবং ভাগনে আব্বাস উদ্দিন। তাদের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।