২:২৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার | | ১৮ শা'বান ১৪৪৬




নারী নির্যাতনের অভিযোগে হলিউড অভিনেতা ডেইড্রিক গ্রেপ্তার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ এএম |


এসএনএন২৪ডেস্ক: বান্ধবীকে নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ডেইস অব আওয়ার লাইভস’-এ চ্যাড ডিমেরা চরিত্রে অভিনয়ের জন্য বহুল পরিচিত হলিউড অভিনেতা কেসি ডেইড্রিককে।  চলতি সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করা হয় এ অভিনেতাকে। 

ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, বান্ধবীকে নির্যাতন করা ছাড়াও তার ফোন ছিনিয়ে নিয়েছিলেন অভিনেতা ডেইড্রিক।  রোববার (২ ফেব্রুয়ারি) পুলিশ হেফাজতে নেয়া হয় তাকে।  এ সময় তার বান্ধবী অভিযোগ করেন, তাকে পারিবারিক নির্যাতন করা হয়েছে।  এমনকি নির্যাতনের বিষয়ে জরুরি সেবা নম্বরে ফোন করতে গেলে তাতে হস্তক্ষেপ করেন ডেইড্রিক। 

এ ঘটনায় অভিনেতা ডেইড্রিককে ডেভিডসন কাউন্টি শেরিফের অফিসে কারাগারে পাঠানো হয়েছিল।  পরে ২ হাজার ৫০০ মার্কিন ডলার বন্ডে ছেড়ে দেয়া হয় তাকে। 

গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, অভিনেতা পুলিশকে জানিয়েছেন, রোববার সকালে ন্যাশভিলের বাড়িতে তার বান্ধবীর সঙ্গে বেশ কথা কাটাকাটি হয়।  এ কারণে সে রেগে যায়।  কারণ, তার বিশ্বাস তার বান্ধবী ফোন দিয়ে রেকর্ড করছে তাকে।  এ কারণে ফোনও কেড়ে নেন ডেইড্রিক। 

এ অভিনেতা আরও দাবি করেন, তার বান্ধবী তাকে গলা জড়িয়ে রেখেছিল।  কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্তে এর কোনো প্রমাণ পাননি। 

এদিকে নির্যাতনের শিকার বান্ধবী পুলিশকে জানিয়েছেন, তাদের মধ্যে ঝগড়া হয়েছে।  কিন্তু ফোনে কিছু রেকর্ডিং করেননি।  ফোন নিয়ে রান্না ঘরের এক কোণে লুকিয়ে ছিল সে।  নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল থাকায় জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করতে চেয়েছিলেন।  কিন্তু ডেইড্রিক পেছন পেছন গিয়ে তাকে জড়িয়ে ধরে হাত থেকে ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দেয়।  আর সবশেষ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়ার পর ফোনটি তাকে ফিরিয়ে দেয় ডেইড্রিক। 

প্রসঙ্গত, অভিনেতা ডেইড্রিক হলিউড ইন্ডাস্ট্রিতে বড় প্রজেক্টের কয়েকটি টিভি শোতে অভিনয় করেছেন।  ‘ডেইস অব আওয়ার লাইভস’ ছাড়াও ‘গ্লি’, ‘রেভোলিউশন’, ‘ইন দ্য ডার্ক’, ‘টিন উলফ’ ও ‘আই ক্যান্ডি’র মতো সিরিজে অভিনয় করেছেন এ অভিনেতা। 


keya