৮:০২ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




শুভ জন্মদিন, মানবতার মহান সৈনিক

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৩ পিএম |


এসএনএন২৪.কমঃ আজ এমন এক মহান মানুষের জন্মদিন যার তুলনা,প্রশংসা,সুনাম,তার কর্মের গুণগান করার জন্যে অভিধানের শব্দমালা যথেষ্ট হবেনা। 

তিনি মানবতাবাদী,মানবতার মহান সেবক,তিনি মানবতাবাদীদের লিডার,সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল,হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি,রক্তমানব,প্রকৃতি প্রিয় সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার সৈনিক নামেই জনপ্রিয়। 

চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্যতম স্বেচ্ছাসবী সংগঠন ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব এর কার্যকরী সদস্য তানিম উল হাসান’র জন্মদিনে জানাই জম্মদিনের শুভেচ্ছা ও রক্তিম ভালবাসা। 

হাজারো বছর বেঁচে থাকুন মানবতার সেবায়। নিজেকে মানবসেবায় নিয়োজিত রাখুন আজীবন। 

আপনার ভালবাসায় অভিভূত, সেই ভালবাসা চলতে থাকুক অবিরামভাবে।  আপনার জন্য সবসময় শুভ কামনা থাকবে।  নিজের লক্ষ্যে এগিয়ে যান,সফলতা আসুক জীবনে। 

আপনার সার্বিক সুস্থতা কামনা করি,দোয়া রইল। 

জম্মদিনের শুভ কামনায়

নকিব ছিদ্দিকী, সিনিয়র রিপোর্টার-

দৈনিক প্রিয় সময়, এসএনএন২৪ টিভি


keya