৫:১৭ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




করোনা রুখতে রয়েছে সতর্কতা গ্লাভস ব্যবহারেও

১৩ জুন ২০২০, ১১:০৯ এএম |


নকিব ছিদ্দিকী: বিশেষজ্ঞরা বলেন, শরীরে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ হয় আমাদের হাতের মাধ্যমেই।  আর হাত সুরক্ষিত জীবাণুমুক্ত রাখতে আমরা দিনে বহুবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছি। 

ব্যবহার করছি স্যানিটাইজার।  এসবের চেয়েও বাইরে বের হলে হাতে গ্লাভস ব্যবহার করা বেশি নিরাপদ। 

তবে গ্লাভস ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতি মেনে, নইলে রয়েই যাবে সংক্রমণের ঝুঁকি।  গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি।  আসুন জেনে নেই:

•    গ্লাভস পরে হয়তো হাতে জীবাণুর লাগবে না, তবে লেগে থাকবে গ্লাভসের গায়ে

•    গ্লাভসের সিলিকন, পলিথিন বা রবারের ওপরেই করোনা ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে

•    গ্লাভস পরে থাকা অবস্থায় শরীরের খোলা কোনো স্থানে হাত দেবেন না

•    গ্লাভস খোলারও রয়েছে একটি নির্দিষ্ট পদ্ধতি

•    দু’টি আঙুল দিয়ে সাহায্যে হাতের কবজির সামনে থাকা গ্লাভসের অংশ টেনে সেটি খোলা উচিত। 

•    নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে

•    গ্লাভস খোলার পর অবশ্যই হাত ধুয়ে নেবেন। 


নকিব ছিদ্দিকী। 

সিনিয়র রিপোর্টার

এসএনএন২৪.কম/এসএনএন২৪ টেলিভিশন লিমিটেড। 


keya