৫:৪৮ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার | | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫




কবিতা- সতর্ক থাকো

০১ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ পিএম |


সতর্ক থাকো

মুহাম্মদ আবুল বশর মাস্টার

___________________________

পিতা হারা দেশে হাছিনা তুমি
নিয়াছ শাসন ভার
রহম যদি গো থাকে স্রষ্টার
টলাতে তোমায় সাধ্যকার। 
পিতার মত তুমিও উদার
করুণাময়ী, জননী কর্ণধার
ওত পেতে আছে হন্তারদল
করিতে তব প্রাণ সংহার। 
লেখক কবি নেতা সাংবাদিক
গায় তব মহিমা গান
ঈগল দৃষ্টি রাখিও তবে
কখন ছোঁড়ে বিষের বাণ!
শত বিপদে নির্ভীক তুমি
ন্যায় ও সত্যে অবিচল
সুযোগ পাইলে দংশিবে জানো
ছোঁচা কুটিলের দল। 
পিতারে যারা বধিতে কখনো
টলেনি মন কাঁপেনি হাত
আজিও তারা থাকতে পারে
সুযোগ সন্ধানি তোমার সাথ। 
মাঠে ঘাটে তারা ফুঁকারি বলে
আমরা পিতার বীর জোয়ান
দিব রক্ত হইব শহীদ
ভয় করি না ঝড় তুফান। 
স্বগত মনে হিসাব গোনে
কখন আসিবে সুদিন সুযোগ
স্বার্থের আখের গোছায়ে পালাবে
ময়দানে কেউ দেখবেনা মুখ। 
অন্যায় কাজে বিভোর যারা
করে সদা পুঁজি অন্বেষণ
ভাগ্যের চাকা ঘোরাইতে কেবল
ফাঁক তালে করে বিচরণ। 
সেই দিন তারা কোথায় ছিল?
পিতারে বধিল অসুর দল
বিশ্ব সেই দিন বুঝিতে পারিল
কে আপন কে বা খল। 
সর্তক হও জননী আমার
হরদম সতর্ক থাকো
চাটুক্তিতে নেই সত্যের আকর
দূরবীণ-দূরদৃষ্টি রাখো। । 

লেখকঃ- দলিল লেখক ও সার্ভেয়ার, নানুপুর  এস.আর অফিস। 


keya