৭:২০ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার |
| ১৯ রবিউল আউয়াল ১৪৪৫
নকিব ছিদ্দিকী: চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতা। জাতীয় এবং আন্তর্জাতিক দুর্যোগে মানুষকে পরিস্থিতি সম্পর্কে তথ্য দিতে বারবার জীবনের ঝুঁকি নিচ্ছেন সাংবাদিকরা।
তাদের দেয়া তথ্যে দুর্যোগ মোকাবিলায় মানুষ তাদের জীবনের গতিবিধি পরিবর্তন করেন।
বিশ্ব মহামারি করোনাভাইরাস দেশে দেশে ছড়িয়ে পড়ার পর বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা ভাইরাসটি সম্পর্কে জানতে পেরেছি। তথ্য নিয়ে সচেতন হয়েছি। কিন্তু এই তথ্য সংগ্রহ করতে কত সাংবাদিক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে আছেন সে হিসেব কারো কাছে নেই।
এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির প্রতিবেদন করতে বহু সাংবাদিক আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশে সাংবাদিকরা এই ভাইরাসে বেশি ঝুঁকিতে রয়েছেন। উন্নত দেশে সাংবাদিকরা সুরক্ষা পোশাক নিয়ে রিপোর্টিংয়ের কাজ করলেও বাংলাদেশে তা সম্ভব হচ্ছে না। বেশি ঝুঁকিতে আছেন টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।
ইতিমধ্যে অনেক সাংবাদিক করোনাভাইরাসে শঙ্কায় হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
লেখক: নকিব ছিদ্দিকী,
গণমাধ্যমকর্মী