৫:২৬ এএম, ২ ডিসেম্বর ২০২৩, শনিবার |
| ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫
রিয়াজুল হক: ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা ও জীবাণু অস্ত্র বিশারদ ড. ড্যানি সোহাম করোনা ভাইরাসের উৎপত্তির খবর নিয়ে নতুন এক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
তিনি দাবি করেন, জীবাণু অস্ত্র গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে অসাবধানতাবশত করোনা ভাইরাস ছড়িয়েছে।
এতদিন চীনের বিশেষজ্ঞরা বলছিলেন, বিষাক্ত সাপ এবং বাদুড় থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়ে থাকতে পারে। তাহলে কি সেটা সত্য নয়?
কোনটা সঠিক সেটা আসলেই জানা প্রয়োজন। তাহলে অন্তত সাধারণ মানুষ কিছুটা সাবধান হতে পারবে। কারণ কোন প্রাণী থেকে যদি ভাইরাসটির উৎপত্তি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ নির্দিষ্ট প্রাণী সম্পর্কে সচেতন হতে পারবে।
আর যদি পরীক্ষাগার থেকে উৎপত্তি হয় সেটা অবশ্য সাধারণ মানুষের নাগালের বাইরের বিষয়।
লেখক: উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক।