৩:৩৯ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সোহেল তাজ

১৩ আগস্ট ২০২২, ১২:৪২ পিএম |


এসএনএন২৪ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ সোহেল তাজ দলীয় নেতৃত্বে আসছেন বলে আসা প্রকাশ করেছেন তার বোন মেহজাবিন আহমেদ মিমি।  বৃহস্পতিবার (১১ আগস্ট) মেহজাবিন তাঁর ফেসবুক ভেরিফাইড পেজে এমন কথা জানিয়েছেন। 

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ।  এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নেন তিনি।  তবে আবার রাজনীতিতে ফিরছেন তিনি।  ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।  এ জন্য তিনি মানসিক প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে।  সূত্র বলছে, আওয়ামী লীগের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ।  তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে। 

সোহেল তাজের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস ঘিরে।  সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ।  জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক। ’

সোহেল তাজ আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, ‘সোহেল তাজ আওয়ামী লীগ পরিবারের সদস্য।  তাঁর জন্য আওয়ামী লীগের দরজা সব সময় খোলা।  তিনি নিজ ইচ্ছা রাজনৈতিক কর্মকাণ্ডে থেকে একটু দূরে ছিলেন।  এখন চাইলে আবার আসবেন।  আমাদের দলের সভাপতি শেখ হাসিনাও চান সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হোক।  জাতীয় চার নেতার সন্তানেরা আওয়ামী লীগের নেতৃত্বে থাকুক, এটি নেত্রীও চান। ’


keya