৬:৪১ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার |
| ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫
মোহাম্মদ মিজানুর রহমান নামে ২৪ বছরের একটি ছেলে গতকাল ৫-০৪-২২ মঙ্গলবার বিকেল চারটা থেকে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে গেছে। সে কয়েমপুর, থানা- ফতুল্লা, নারায়ণগন্জ এলাকায় একটি ভাড়া বাসায় বড় ভাইয়ের সাথে থাকতো। সে বাক প্রতিবন্ধী।
আত্নীয় স্বজনদের বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায়ও খুঁজে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
বয়স:২৪
গায়ের রং: ফর্সা।
উচ্চতা: ৫ফিট ৫ ইন্।
মূখমন্ডল: গোলাকার।
পরনে ছিল: লাল গেন্জী,জিন্স পেন্ট ।
এ বিষয়ে ফতুল্লা থানায় একটি নিখোঁজ ডায়রি করেছে তার বড় ভাই মুহাম্মদ আলী আজগর। ডায়রি নং-২৮১।
তার কোন খোঁজ পেলে দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ অথবা নিকটস্থ থানায় অথবা বড় ভাই মুহাম্মদ আলী আজগরকে অবহিত করার জন্য অনুরোধ রইলো।
01827401017
01676254916