২:৫১ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




২০২২ বিশ্বকাপে উড়বে ম্যাপল লিফের পতাকা

২৮ মার্চ ২০২২, ১২:৪০ পিএম |


এসএনএন২৪.কমঃ  উত্তর আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোববার (২৭ মার্চ) জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা।  সবশেষ ১৯৮৬ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি। 

কানাডা দলে নামকরা খেলোয়াড় না থাকলেও বায়ার্ন মিউনিখের তরুণ খেলোয়াড় আলফানসো ডেভিস ও লিলের ফরোয়ার্ড জোনাথন ডেভিড দলের মূল হোতা।  ইনজুরির কারণে আলফানসো ডেভিস ম্যাচে না থাকলেও ছিলেন জোনাথন ডেভিড।  তবে গোল করতে পারেননি তিনি।  সাইড বেঞ্চ থেকে ম্যাচ দেখে উল্লাসে ভাসছিলেন ডেভিস ও কানাডা দলের কোচ হের্ডম্যান।  আর বিশ্বকাপ নিশ্চিত করার পর উচ্ছ্বাসে ভেসে গেছেন কানাডার কোচ জন হের্ডম্যান। 

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'আমি এখনো বিশ্বাস করতে পারছি না।  আমি এই বিশ্বাসটা ছড়িয়ে দিয়েছি, কিন্তু যখন এটা সত্যিই ঘটে গেল, ভাষা হারিয়ে ফেলেছি।  আবারও বিশ্বকাপে উড়বে ম্যাপল লিফের পতাকা। ’

কোচ  জন হের্ডম্যান আরও বলেন, ‘কানাডিয়ান... আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছি, আমাদের ছেলে আলফানসো ডেভিস বায়ার্ন মিউনিখে খেলে, আমাদের অনেক ছেলে ইউরোপের শীর্ষস্তরে খেলে।  এখন আমাদের এমন কানাডিয়ান আছে, যারা বিশ্বকাপ খেলতে যাবে। 

নিজেদের ফুটবল দেশ হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে কানাডা, এমনটাই জানাচ্ছেন কোচ, 'আমরা এমন একটা ফুটবলের দেশ, যারা সারা জীবন এটাই চেয়েছে।  আমরা এই সম্মানটুকু চেয়েছি।  এটা চেয়েছি মানুষ বিশ্বাস করুক কানাডা ফুটবলের দেশ, সেটা প্রমাণও করে দিয়েছি। '

তুষারপাতের দেশ কানাডায় উষ্ণতায় ছেয়ে গিয়েছিল যখন দেশটি কাতার বিশ্বকাপের টিকিট পায়।  স্টেডিয়ামে দেখতে আসা ২৯০০০ দর্শককে প্রথমে ১৩ মিনিটে আনন্দে ভাসান সাইল লারিন।  এরপর ৪৪ মিনিটে তাজন বুকাননের গোলে ২-০-তে এগিয়ে যায় কানাডা।  এরপর দ্বিতীয় হাফের ৮২ মিনিটে দলকে আরও এগিয়ে দেয় জুনিয়র হোয়েলেট।  আর ৮৮ মিনিটে শেষ গোলটি আত্মঘাতী হয়। 


keya