Deprecated: Required parameter $FieldCaption follows optional parameter $SheetIndex in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 542

Deprecated: Required parameter $beginIndex follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068

Deprecated: Required parameter $uri follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068
SNN24.com

৬:২৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার | | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫




রাউজান প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা; আগামী ১৩ ডিসেম্বর ভোট

২১ নভেম্বর ২০২২, ০৯:৩১ পিএম |


রাউজান প্রতিনিধিঃ

রাউজান প্রেসক্লাবের নির্বাচনকালীন আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিতি হয়েছে।  গতকাল ২১ নভেম্বর সোমবার বিকালে প্রেসক্লাব কার্যলয়ে আহবায়ক প্রদীপ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সচিব নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, সদস্য জাহাঙ্গীর নেওয়াজ।  সভায় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়।  ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ২ ঘটিকা পযর্ন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।  আহবায়ক প্রদীপ শীল জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে।  ৪ তারিখ পর্যন্ত এ ফরম বিতরণের সময় সীমা ধার্য করা হয়।  আগামী ৫ ও ৬  ডিসেম্বর দুপুর ২ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়।  আগামী ৭ ডিসেম্বর ফরম যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।  একই দিন মনোনীতদের নাম ঘোষণা করা হবে। 

আগামী ৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হবে।  আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।  অপর এক সিন্ধান্তে বর্তমান সচিব সহ চারজন নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করায় নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব নিয়োগ দেওয়া হয় কামরুল ইসলাম বাবুকে। 


keya