২:৪৯ পিএম, ১ অক্টোবর ২০২৩, রোববার | | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫




র‌্যাবের অভিযানে ৮ ডাকাত গ্রেফতার

লুন্ঠিত স্বর্ণালংকার বিক্রির ছয় লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার

২২ নভেম্বর ২০২২, ১১:২০ পিএম |


রাউজান প্রতিনিধিঃ

গত ২৮ অক্টোবর রাউজান পৌরসভার সুলতানপুর ছত্রপাড়ায় প্রবাসী সরোয়ার চৌধুরীর ঘরে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি দল।  গত ২১ নভেম্বর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি নিয়ে অভিযান করে উদ্ধার করা হয় নগদ ৫ লক্ষ টাকা, ডাকাতির স্বর্ণালংকার বিক্রয়ের এক লাখ ৯৯ হাজার টাকাসহ সর্বমোট-ছয় লাখ ৯৯ হাজার টাকা।   র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক(মিডিয়া) নুরুল আবসার বলেছেন  তাদের চৌকষ আভিযানিক দল ডাকাত দলটিকে ধরতে প্রথমে অভিযান পরিচালনা করে রাউজান গহিরা সিপাহী ঘাট এলাকার একটি  বাড়িতে।  এখানে একটি বাসা থেকে আটক করা হয় মুছা নামের এক ডাকাতকে।  বাসাটিতে তল্লাশী করে ডাকাতির নগদ ০৫ লক্ষ টাকা।  পরে  বিপ্লব চন্দ্র সাহা (৩৮) নামের এক জুয়েলার্সের দোকানীকে গ্রেফতার করে ডাকাতির ৪৬ ভরি স্বর্ণালংকার ও কয়েন বিক্রি করা এক লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করে।  জানা যায়, ডাকাত মুছার দেয়ার তথ্য অনুসারে রাউজান-হাটহাজারীর বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয় সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল, খোরশেদুল আলম (২৮), সাজ্জাদ হোসেন (২৭),  মোঃ বাপ্পি (২৬), সজল শীল (২৭) ও মোঃ ইদ্রিস প্রকাশ কাজল দে (৩৪)’কে।  অভিযানে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্র, ছোরা, টর্চ লাইটসহ বিভিন্ন জিনিষপত্র।  ডাকাতদের রাউজান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।  উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভোর রাতে প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরীর পাকা ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে।  তারা প্রবাসীর পিতা মোহাম্মদ আলী চৌধুরীকে হাত পা বেঁধে নগদ টাকাসহ ৭০ ভড়ি স্বর্ণ লুটে নিয়েছিল।  ঘটনার পর প্রবাসী সরোয়ার চৌধুরী বাদী ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে রাউজান থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেছিল। 


keya