৭:৫৯ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন’

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ পিএম |


এসএনএন২৪.কম:  ‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন।  তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। 

এখন এটা নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে।  ’ 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। 

ড. মোমেন এক প্যানেল আলোচনায় বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে।  এখানে মানুষের মধ্যে উন্নত জীবনের আকাঙ্ক্ষাও দিন দিন বাড়ছে।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক দেশই বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে উন্নতি করছে।  আর এ জন্য দরকার অবকাঠামো উন্নয়ন।  তবে, আমাদের কাছে অনেক টাকা নেই।  আমাদের প্রযুক্তিও নেই।  সে কারণে আমরা জনগণের চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছি।  

তিনি বলেন, ‘বাংলাদেশের পাশে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে।  বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে।  ভারতও আমাদের ঋণ দিয়েছে।  আমি এই দুই দেশের প্রতি কৃতজ্ঞ।  অপর দিকে চীন টাকার বস্তা নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছে।  তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী।  এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে৷ আমরা এখন কী করতে পারি।  

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন।  সে কারণে এখানে বিদেশি সহযোগিতাও প্রয়োজন।  তবে, আমাদের প্রয়োজনে বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি থেকেই অধিকাংশ ঋণ নিয়েছি।  উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি। 

এ বিষয়ে তিনি সেখানের অতিথি বক্তাদের পরামর্শও চান।  


keya