৫:০৪ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার |
| ১৯ রবিউল আউয়াল ১৪৪৫
✍ মো:আমজাদ হোসেন ।
আজ বাংলাদেশের বুকে দাঁড়িয়ে
দেখে যাচ্ছি দু'নয়ন মেলে
প্রায় পনেরো কোটি মানুষের কৌতূহল
ভাবছি এতো মানুষ কোথ্থেকে এলো
সেদিন তো ছিলনা কেউ ।
একাওরের ভয়াল চিত্র আজও দেখি
আমার দাগ পড়া চোখে ।
অথচ চোখ দিয়ে দেখছিনা কিছুই
হৃদয় দিয়ে অনুভব করছি ।
যখন এদেশের বুকে প্রকৃতির পালাক্রমে
মার্চ থেকে ডিসেম্বর প্রতিটি মাস আসে।
একওরের ভয়াল দিবা রাএির চিৎকার শুনি
অথচ যখন ষোল ডিসেম্বর ।
অলিতে গলিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বাঁজে মাইক,
উড়ে সবুজের বুকে লাল পতাকা ।
আনন্দে উৎফুল্ল আমি ,ভেসে যায় বুক -
সুখের কান্নায় অঝোরে।
একটি মাএ ভাই মেরে ফেলেছে
একাওরের পাক বাহিনীর গৃধ্ররা।
বাবা মা খাবার আনতে গিয়ে ফেড়েনি আর
হয়তো তাদের প্রাণও কেড়ে নিলেন ।
সমভ্রম হারিয়েছি তবুও বেঁচে আছি
কালের সাক্ষী হয়ে।
একাওরের যুদ্ধাপরাধীদের বিচার দেখব বলে।
মাথার চুল পেকে হয়েছে সাদা
নড়বড়ে এক বুড়ি আজ আমি ।
বেঁচে আছি বাংলার বুকে
একাওরের ভয়াল চিত্রের সাক্ষী হয়ে।