৩:২৩ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার |
| ১৯ রবিউল আউয়াল ১৪৪৫
রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে গরু চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত সোমবার এক রাতেই উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৫টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে। এই ঘটনায় গরুর মালিক অনিল মহাজন বাদী হয়ে মঙ্গলবার রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন। অনিল মহাজন জানান গত ৮ আগস্ট বসতঘরের দক্ষিণ পাশ্ববর্তী গরুর গোয়াল ঘরে থাকা গরুগুলোকে খাবার দিয়ে গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে গরুর গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভেঙে রাতের আঁধারে তার দুটি গরু ও একটি বাছুর চুরি করে নিয়ে গেছে চোরের দল। অপরদিকে একই রাতে এলাকার শারদা মাস্টার বাড়ির হারাধন দাশ ও নিরঞ্জন দাশের ২টা গরু, অখিল মহাজন বাড়ির তপন মহাজন প্রকাশ কালুর ১টি ছাগল ও চুরি করে নিয়ে গেছে চোরের দল। জানা গেছে, রাউজানের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। গত ৩০ জুলাই উপজেলার চিকদাইর ও ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে একই রাতে ১৩টি গরু চুরি হয়েছিল। এই নিয়ে গত দেড় মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।