৪:১৭ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার |
| ১৯ রবিউল আউয়াল ১৪৪৫
কবিতা
বিষ্ময়কর করোনা উপলব্ধি-২
-শাহীদুল আলম
গেল বছর করোনায় কতো প্রাণ শেষ,
নতুন বছর করোনায় হলো নিরুদ্দেশ।
গেল বছর করোনায় সচেতন হই ভাই,
নতুন বছর করোনায় ভয়াল রুপ তাই।
গেল বছর করোনায় শিক্ষা হলো শেষ,
নতুন বছর করোনায় বিপর্যস্ত স্বদেশ।
গেল বছর করোনায় কতো স্বপ্ন শেষ,
নতুন বছর করোনায় করুণার স্বদেশ।
গেল বছর করোনায় নিয়ম মেনে চলা,
নতুন বছর করোনায় অনিয়ম'র-হেলা।
গেল বছর করোনায় ব্যবসায়ীদের ধ্বস,
নতুন বছর করোনায় আবার হচ্ছে লস্।
গেল বছর করোনায় মানবসেবা কতো,
নতুন বছর করোনায় সেবা নেই ততো।
গেল বছর করোনায় টেস্ট করিতে ভয়,
নতুন বছর করোনায় মৃত্যুর নাহি ভয়।
গেল বছর করোনায় আক্রান্ত হল কত,
নতুন বছর করোনায় মরছে শতো শত।
গেল বছর করোনায় কত আর্জি বাঁচার,
নতুন বছর করোনায় মৃত্যু পিছে সবার।
শাহীদুল আলম
লেখকঃ শিক্ষক ও কথাসাহিত্যিক।