Deprecated: Required parameter $FieldCaption follows optional parameter $SheetIndex in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 542

Deprecated: Required parameter $beginIndex follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068

Deprecated: Required parameter $uri follows optional parameter $NumberOfRecordsToView in /home/snn24/public_html/application/libraries/Initial.php on line 1068
SNN24.com

৭:১২ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার | | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫




চট্টগ্রামে করোনা আক্রান্ত ৭৪ জন

১৪ জুলাই ২০২২, ০৪:০৪ পিএম |


এসএনএন২৪.কমঃ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৪১২টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। 

এর মধ্যে ৫৯ জন নগরের, ১৫ জন বিভিন্ন উপজেলার। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   

বিআইটিআইডি চট্টগ্রাম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরণ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিক্যাল সেন্টার হাসপাতাল, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাব, ইপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, এভারকেয়ার হসপিটালে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে।   

উপজেলার মধ্যে পটিয়া ৭ জন, বোয়ালখালীতে ২ জন, সাতকানিয়ায় ২ জন, আনোয়ারা, বাঁশখালী ও রাউজান উপজেলায় ১ জন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৭ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।  এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।   

স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 


keya