৭:৩৪ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




উদ্বোধনের পরদিন থেকেই উচ্চ জলাধার বন্ধ

৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম | মোহাম্মদ হেলাল


প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি পানির ওভার হেড ট্যাংক (উচ্চ জলাধার) ঘটা করে উদ্বোধন করা হলেও এগুলো নেত্রকোণা পৌর নাগরিকদের কোনো কাজে আসছে না।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্ব অবহেলার কারণে বর্তমানে জলাধারগুলো চালু না থাকায় পানি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন পৌর নাগরিক। 

 

দীর্ঘদিন যাবৎ পৌরবাসী ২৪ ঘণ্টা পানীয় জলের সরবরাহ ব্যবস্থা চালুর জন্য পৌর কর্তৃপক্ষের কাছে বার বার জোর দাবি জানিয়ে আসছিল।  এরই পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ ২০১১-২০১২ অর্থ বছরে মাঝারি শহর পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর (জিওবি-এডিবি) প্রকল্পের আওতায় দুটি পানির ওভার হেড ট্যাংক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।  ২৪ ঘণ্টা পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যৌথভাবে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে জেলা শহরের মোক্তারপাড়ায় এবং সাতপাই কলেজ রোডে দুটি  ওভার হেড পানির ট্যাংক নির্মাণের স্থান নির্ধারণ করে।  ৬ লাখ ৮০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি উচ্চ জলাধার নির্মাণের প্রাক্কলন ব্যয় ধরা হয় প্রায় ১৪ কোটি টাকা। 

পৌর এলাকায় মোট ২ হাজার ৩৪০ জন গ্রাহক রয়েছেন।  নেত্রকোণা পৌরসভার দ্বিতীয় নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় ১৪ কোটি টাকা ব্যয়ে ২টি ওভার হেড ট্যাংকসহ পানির সরবরাহের লাইন স্থাপন করা হয়।  কিন্তু ট্যাংকগুলো বন্ধ থাকায় গ্রাহকরা ঠিকমত পানি পাচ্ছে না। 

পানি সরবরাহ অফিস সূত্রে জানা যায়, পৌর নাগরিকদের মধ্যে পানি সরবরাহের জন্য আরো ২৪ কিলোমিটার নতুন সরবরাহ লাইন স্থাপন করে ৪টি পানি নলকূপ স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে।  আর তা হলে পৌরবাসীর জন্য পানির কোনো সমস্যা হবে না। 

নেত্রকোণা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান বলেন, পৌরবাসীর পানির সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।  বন্ধ ওভারহেড ট্যাংক দুটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।  অচিরেই এর সুরাহা করা হবে বলেও জানান তিনি। 


keya