৮:১৭ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছেন ৯ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী

২৩ অক্টোবর ২০২১, ১২:০৪ পিএম |


এসএনএন২৪.কম: ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে আজ অংশ নিচ্ছেন ৯ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী। 

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। 

বেলা সাড়ে ১২ টায় পরীক্ষা শেষ হবে। 

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।  এবার করোনা ঝুঁকি এড়াতে প্রতিটি বিভাগের ভিন্ন কেন্দ্রে পরীক্ষা নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।  শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা হওয়ায় তাদের যাতায়াত অনেক সহজ হয়েছে।   

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হচ্ছে আজ।  পুরো ভর্তি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি।  জালিয়াতি বা অনিয়মের কোনও ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।  শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আমরা পরীক্ষার প্রথমদিন থেকে শাটল ট্রেনের ব্যবস্থা করেছি।  এছাড়া জালিয়াতি রোধে আমরা সবসময় সতর্ক আছি। 


keya