৩:০১ পিএম, ৪ অক্টোবর ২০২৩, বুধবার | | ১৯ রবিউল আউয়াল ১৪৪৫




কোয়ারেন্টাইন

০৮ জুন ২০২০, ০২:২৯ পিএম |


কোয়ারেন্টাইন
মুহাইমিনু
______________


অনেক দিন হলো বাইরে যাই নি
অনেক দিন ধরে কোন ব্যস্ততা নেই
চার পাশে কোন কোলাহল নেই
এখন আর বাইরে গিয়ে আড্ডা হয় না। 

আফিস শেষে আর লেক এর পাশে বসা হয় না
চার পাশ একদম কোলাহল মুক্ত। 

বাস স্ট্যন্ড গুলোতে কোন ভির নেই
মসজিদ গুলো তার দরজা বন্ধ করে দিয়েছে
থেমে গেছে আজ পুরো পৃথিবী। 

আজ আমরা পরাজিত
ছোট একটা ভাইরাসের কাছে । 

পৃথিবীর কোন দেশে আর ভিন্নতা নেই
আজ সবাই লকডাউন!!
হয়ত কালকের দিনটা আর দেখবো না,
মৃত্যুর জন্য বসে দিন গুনছি
২০ শতাদ্বী আজ হেরে গেল । 

কোন এক ইতিহাসের পাতায় হয়ত থাকব আমরা
সিন্ধু সভ্যতার মত ধংস হওয়া এক আধুনিক সভ্যতা। 

    মুহাইমিনু পারভীন

শিক্ষিকা
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, মৌশাহের শাখা । 



keya