ইসলামে পরামর্শের গুরুত্ব ও তাৎপর্য
এসএনএন২৪ডেস্ক: ইসলামে শুরা বা পরামর্শের গুরুত্ব অনেক। রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে। পরামর্শ গ্রহণ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত। পরামর্শ গ্রহণ করা শাসকদের উপর জনগণের একটা অধিকার। মহান আল্লাহ বলেন, وَ اَمۡرُهُمۡ شُوۡرٰی بَیۡنَهُمۡ অর্থ: তাদের কাজকর্ম পরস্পরের পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। (সুরা শুরা, আয়াত: ৩৮) আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, فَبِمَا رَحۡمَۃٍ مِّنَ اللّٰهِ لِنۡتَ لَهُمۡ ۚ وَ لَوۡ كُنۡتَ فَظًّا